নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
ঐতিহাসিক ২৪ জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়ার প্রথম শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা প্রশাসন।
সোমবার (৫ আগস্ট) সকালে শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ আহসান হাবীবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিব উল্লাহ মিছবাহ এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আহসান হাবীবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, শহীদদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তি। তাঁদের আদর্শকে বুকে ধারণ করে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
