আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
ঈদগাঁও বাসস্টেশন সংলগ্ন সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই দফা বিরতির মধ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে চারজনসহ সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন জমির উদ্দিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর আলম, সাধারণ সম্পাদক পদে শাহজাহান মনির (কোম্পানি), যুগ্ম সম্পাদক পদে আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, অর্থ সম্পাদক মিজানুর রহমান এবং প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমানুল হক।
ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন কমিশনার ইঞ্জিনিয়ার কাউসার মাহমুদ সাইমুম, তৈয়ব তাহের, মামুনুর রশিদ, হেলাল উদ্দিন ও জয়নাল আবেদীন। ভোট গ্রহণ কর্মকর্তা ছিলেন মাস্টার মনজুর আলম ও মাস্টার সরওয়ার কামাল।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে মার্কেটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটার, ব্যবসায়ী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা ছেয়ে যায় পোস্টার, ব্যানার ও লিফলেটে।
নির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান মনির (কোম্পানি) প্রতিক্রিয়ায় বলেন, আমরা একটি সুশৃঙ্খল, নিরাপদ ও আধুনিক মার্কেট গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি ওয়াশরুম স্থাপনের ঘোষণা দেন, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।
নবনির্বাচিত সভাপতি জমির উদ্দিন বলেন, আমরা মার্কেটের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবো এবং বখাটে-টোকাইমুক্ত পরিবেশ গড়ে তুলবো। পাশাপাশি, ক্রেতাদের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও পার্কিং-সমৃদ্ধ মার্কেট গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণার সময় কমিশনার, ভোট কর্মকর্তা, প্রার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
