রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া ,টেকনাফ :

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের এলজিইডি সড়ক প্রায় অভিভাবকহীন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বাহারছড়া বড় ডেইল বড় মাদ্রাসা থেকে পিনিস ভাঙা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘ দুই বছর ধরে পাকা হয়নি।

দুই বছর আগে পিচ সলিংয়ের জন্য ইটের কংকর বিছানো হলেও রহস্যজনক কারণে কাজ আর এগোয়নি। ফলে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।

রাস্তাটি ঠিকভাবে ব্যবহার করা না যাওয়ায় তেমন কোনো যানবাহনও চলাচল করে না। বাহারছড়ার অন্যান্য অংশে কালো পাকা রাস্তা থাকলেও সেখানেও ভাঙন ও গর্ত সৃষ্টি হয়েছে। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বাসিন্দারা জানান, রাস্তার বড় বড় গর্ত দ্রুত ভরাট না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে কক্সবাজার জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন,
“গুরুত্বপূর্ণ কিছু উপকরণ সংকটের কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এখন সব উপকরণ প্রস্তুত আছে, আবহাওয়া অনুকূলে আসলেই দ্রুত কাজ শুরু করা হবে। একই সঙ্গে গর্তগুলোও দ্রুত মেরামত করা হবে।”