নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল চকরিয়া উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩টি ওয়ার্ডে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন মহিলাদলের আহ্বায়ক শাহিনুর আক্তার মুন্নির সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদা আক্তারের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কুতুবউদ্দিন।

সম্মেলনের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা মহিলাদলের আহ্বায়ক হালেছা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সিরাজী, আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, শ্রমিকদলের সাবেক আহ্বায়ক নাজেম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাকিম, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মনজুর আলম, বাবু সুনারাম দাশ, ফরিদ সিকদার, মো. ইউনুস, আবদু রহিম ভরসা, তৌহিদুল ইসলাম তুহিন, লিয়াকত আলী, এহেছানুল করিম ও মো. ইব্রাহিম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ফাঁসিয়াখালীসহ আশপাশের ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জাতীয়তাবাদী মহিলাদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।