পেকুয়া প্রতিনিধি:

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মরণে এবং জামায়াতে ইসলামীর ঘোষিত “দ্বিতীয় স্বাধীনতার” বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা থেকে শুরু হওয়া মিছিলটি পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, “জুলাই বিপ্লব ছিল ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণমানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো দেশে প্রকৃত ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা হয়নি। শাসকগোষ্ঠীর দুর্নীতি ও অদক্ষতায় বাংলাদেশ আজও “তলাবিহীন ঝুড়িতে” পরিনত হয়েছে”।

তিনি আরও বলেন, “সৎ নেতৃত্ব ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের মুক্তি সম্ভব। এজন্য দরকার জাতির ঐক্য এবং জুলাই চেতনার বাস্তবায়ন।”

পথসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ। সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি নুরুল কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েব আমীর জে.এম. সাহাব উদ্দিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, দিদারুল ইসলাম, পেকুয়া সদর ইউনিয়নের আমীর মাওলানা রুহুল আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাসান শরীফ চৌধুরী এবং ছাত্রশিবিরের উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক দমন-পীড়ন ও বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত “ইনসাফভিত্তিক” রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

পথসভা শেষে একটি বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এইচ.এম. বদিউল আলম। মোনাজাতে দেশের শান্তি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনা করা হয়।