সংবাদ বিজ্ঞপ্তি:

বালিয়াড়ি কিশোর থিয়েটারের সৃজনশীল সংক্ষিপ্ত নাটিকা ‘তোমাদের প্রাণেই জেগে উঠি’ প্রদর্শিত হয়েছে। ৩০ জুলাই আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশন কক্সবাজারের আঞ্চলিক পরিচালক লুৎফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, শহীদ আহসান হাবিবের চাচা মোহাম্মদ মাসউদ সিদ্দিক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষকসহ ‘জুলাই অভ্যুত্থান’-এ অংশ নেওয়া ছাত্র প্রতিনিধিরা।

প্রদর্শনীটি পরিচালনা করেন বালিয়াড়ি কিশোর থিয়েটারের পরিচালক ইমাম হোসেন এবং ব্যবস্থাপনা ও উপস্থাপনায় ছিলেন সহকারী পরিচালক তাসরিফুল ইসলাম।

তিন শতাধিক দর্শকের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নাটিকা ‘তোমাদের প্রাণেই জেগে উঠি’, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে।