৩০ জুলাই সিবিএনে “যুবদলের সভাপতির ভাই ও ভাতিজার নেতৃত্বে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল করে দোকান নির্মাণ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার নজরে এসেছে। সংবাদে আমাকে জড়ানো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, যা দুঃখজনক।
গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দ্ব্যর্থহীনভাবে আমি জানাতে চাই, সংবাদে বর্ণিত অভিযোগের সাথে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। গর্জনিয়া ইউনিয়ন পরিষদের কোনো জমি দখল করে দোকান নির্মাণের মতো অবৈধ কর্মকাণ্ড আমার দ্বারা সংঘটিত হয়নি। দলের নাম ব্যবহার করে কেউ দখলবাজি কিংবা অপরাধ করলে সেটির দায়ভার তার। এক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত কিংবা প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।
মনে হয়, রাজনৈতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছেন। তারা উদ্দেশ্য হাসিল বা ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত হয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে।
সংবাদের কারণে আমার ব্যক্তিগত, পরিবারের মর্যাদা এবং রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। একই সাথে, এটি গর্জনিয়ার সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সিবিএন কক্সবাজারের গ্রহণযোগ্য একটি সংবাদ মাধ্যম। অতীতের মতো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার আহবান জানাচ্ছি।
দিদারুল আলম
সভাপতি
গর্জনিয়া ইউনিয়ন যুবদল
রামু, কক্সবাজার।
