এম. মনছুর আলম, চকরিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চকরিয়া পৌরসভা শাখার আওতাধীন ২নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে শমশেরপাড়া এলাকার রেডচিলি হলরুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু ইউসুফ সওদাগর। সভা যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি এম. একরামুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, উপদেষ্টা আনোয়ার হোসেন কোম্পানি, যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন,
সহ-সভাপতি শেখ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, ২নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুর রশিদ খোকন, নজরুল ইসলাম ও মো. আক্তার মুন্সি, প্রচার সম্পাদক এম. কাইসার হামিদ,
এছাড়াও স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, কৃষকদলের আহ্বায়ক জালাল উদ্দিন ছুট্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনোহর আলম মনু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইমুল হাসান জামশেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
