এম. মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলার সরকারি চিংড়ি এস্টেটে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুন্দরবনের হারানো প্রাকৃতিক পরিবেশ পুনঃস্থাপনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে একটি স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ হলরুমে এই ওয়ার্কশপের আয়োজন করে চকরিয়া উপজেলা মৎস্য দপ্তর ও আরণ্যক ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতা প্রদান করে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মৎস্য দপ্তর।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্প, কক্সবাজার অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক কাওসার আহমেদ, আরণ্যক ফাউন্ডেশনের কনসালট্যান্ট ড. অসিত রঞ্জন পাল, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোছাদ্দেকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম. আর. মাহমুদ, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এ. এম. ওমর আলী এবং চিংড়ি চাষি মোহাম্মদ আজম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
