এম. মনছুর আলম, চকরিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভা বিএনপির আওতাধীন ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে একটি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টায় চকরিয়ার স্বপ্নপুরী দি কিং অব কমিউনিটি সেন্টারের হলরুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনু উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।
প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, সহ-সভাপতি শেখ আহমদ, যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন, প্রচার সম্পাদক কাইছার হামিদসহ আরও অনেকে।
প্রতিনিধি সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার লক্ষ্যে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে আসছে। এই সময় বহু নেতাকর্মী গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন।
তারা বলেন, বিএনপি কোনো জবরদখল, চাঁদাবাজি বা গুম-খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি একটি আদর্শিক রাজনীতি চর্চা করে, যেখানে জনগণের আকাঙ্ক্ষাই মূল চালিকাশক্তি।
সভায় আরও বলা হয়, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেসব মানুষ রক্ত দিয়ে দেশের নতুন রাজনৈতিক দিকনির্দেশনা দিয়েছেন, তাদের অবদান কোনো দিন ভুলে যাওয়ার নয়।
বক্তারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতপার্থক্য ভুলে সবাইকে দেশ ও দলের স্বার্থে একযোগে কাজ করতে হবে।
