এম. মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌসভার আওতাধীন ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পৃথকভাবে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এ সভাগুলো আয়োজন করা হয়।

রবিবার (২৭ জুলাই) দুপুর ২টায় ৫ নম্বর ওয়ার্ড এবং বিকেল ৫টায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রতিনিধি সভা পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রতিটি সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, মাহমুদুল করিম ও যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন।

৫ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান সরোয়ার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এইচ. এম. নুরুল আমিন। অপরদিকে, ৬ নম্বর ওয়ার্ডের সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি ও সাবেক কাউন্সিলর আবদুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জাকারিয়া বাপ্পী।

দুই সভায়ই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতি দেশের জনগণের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়—এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।