নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদুল আলমের সঞ্চালনায় এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, উপদেষ্টা মাওলানা রফিক আহমদ ও জেলা বিএনপির সদস্য এবং সাবেক নারী কাউন্সিলর রাশেদা বেগম।
এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
