এআর আরিফ, কক্সবাজার;
দেশব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে কক্সবাজারে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে সার্কিট হাউজ রোডের অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, “ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সাহসী বীর যোদ্ধাদের আত্মত্যাগ ও দ্রোহের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন, মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে। তাঁদের অনবদ্য অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক সফিউদ্দিন সফির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, শহীদ মোহাম্মদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম, শহীদ তানভীর সিদ্দিকীর পিতা মো. বাদশা মিয়া এবং শহীদ আহসান হাবিবের ছোট ভাই মো. রায়হান। জুলাই যোদ্ধারাও এতে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ পাঠ করানো হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
