আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার এক পলাতক আসামিকে কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছিল বলে জানা গেছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে বাহিনীর সদর দপ্তর। এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই ২০২৫ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল রামুর কাউয়ারখোপ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে রামু থানায় দায়েরকৃত মামলাসংখ্যা ১৮/৩১২, তারিখ ৬ জুন ২০২৫, ধারা ৬(২)/৭/১০/১২ অনুযায়ী পলাতক আসামি মো. আবু তালেব (৪২)–পিতা মো. মোবাশ্বের আহমদ, মাতা জাহেদা বেগম, ঠিকানা–হাজীর পাড়া, ৭নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউনিয়ন, থানা–রামু, জেলা–কক্সবাজার–কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন, একটি সাংবাদিক পরিচয়পত্র এবং নগদ ১,৪০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১৫ জানায়, আবু তালেব নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আসছিলেন। এমনকি পলাতক থাকার সময়ও তিনি এই পরিচয় ব্যবহার করতেন।

এ বিষয়ে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১৫-এর এ সফল অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।