প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) কক্সবাজার প্রেসক্লাবে এক শোকাবহ দোয়ার আয়োজন করেন সংগঠনের জেলার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুপ নূরী বলেন, “হাসিনার পরিচালিত সরকারের প্রতি জনগণের যে অনস্তা তৈরি হয়েছিলো, সেটি আজও রয়ে গেছে। লাশ গুম হয়নি, তবে রাজনৈতিক অজ্ঞতা ও সামাজিক অসচেতনতার কারণে মানুষ এখনও সঠিক প্রশ্ন তুলতে পারছে না। তাই প্রতিটি নাগরিকের উচিত রাজনৈতিকভাবে সচেতন হওয়া।”
শাখার সাধারণ সম্পাদক ইউনুস মোহাম্মদ মামুন তাঁর বক্তব্যে বলেন, “এমন দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। শহীদদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।”
সাংগঠনিক সম্পাদক শাহ ইকবাল বলেন, “শুধু দোয়া নয় আমাদের উচিত ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য সচেতনতা গড়ে তোলা এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা।”
দপ্তর সম্পাদক সোহাইল হান্নানের আবেগময় মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল শেষ হয়।
এসময় ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসময় সংগঠনের ৯ উপজেলার নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
