সিবিএন ডেস্ক ;

রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এ দুর্ঘটনায় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ।

ফায়ার সার্ভিস ও বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১ জন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের ১৩ মিনিট পর মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় ওই ভবনে জুনিয়র সেকশনের নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়াবহ শব্দে আঘাতের পর পরই শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাও রয়েছেন।

বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

বিমান বাহিনীর সূত্র জানায়, যুদ্ধবিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এটি উড্ডয়নের ১৩ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে আছড়ে পড়ে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।