সিবিএন ডেস্ক ;

কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কটূক্তির প্রতিবাদে আয়োজিত গণমিছিলে অংশ নিয়ে স্ট্রোক করে মারা গেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নূর।

রোববার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের শহিদ মিনারের সামনে মিছিল চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ছৈয়দ নূর কক্সবাজার শহরের পিএমখালী এলাকার বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।

তিনি বলেন, এনসিপির এক নেতার কটূক্তির প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিতে এসে ছৈয়দ নূর স্ট্রোক করেন। তার মৃত্যুতে বিএনপি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।