উখিয়া সংবাদদাতা ;
কক্সবাজারের উখিয়া-রামু সীমানায় মরিচ্যা যৌথ চেকপোস্টে এক অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০–বিজিবি)। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে টেকনাফের নয়াপাড়া জেলার গিয়াস উদ্দিন (২৬) ও জাগির (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, কুতুপালং থেকে যায় এমন একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে দাঁড় করানোর পর তল্লাশি চালানো হয়। চালক ও যাত্রী প্রথমে মাদক বহন অস্বীকার করলেও পরে বিশেষ প্রস্তুত অবস্থায় গোপন করা ইয়াবা উদ্ধার হয়।
রামু ব্যাটালিয়নের ৩০–বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে, এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
