সিবিএন ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
রোববার (২০ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “গতকাল অসুস্থ হওয়ার পর তিনি আমার খোঁজ নিয়েছেন ও তার প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন।”
শনিবার (১৯ জুলাই) সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে দু’বার পড়ে যান। যদিও শেষ পর্যন্ত মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন।
রাতেই তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাত ৯টার দিকে হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জাতির জন্য মনের কথাগুলো বলতে পারিনি। যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমার দ্বারা যেন দেশের কোনো ক্ষতি না হয়।”
