সিবিএন ডেস্ক:
কক্সবাজারে জামায়াত নেতার হাতে বিএনপি নেতার হত্যার প্রতিবদে , গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পৃথক দুটি প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দেশের দুই প্রধান ছাত্রসংগঠন —জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির  ।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে টিএসসি হয়ে ভিসি চত্বর পর্যন্ত অগ্রসর হয়।
অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদল টিএসসি থেকে একটি মশাল মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং একই সময়ে ভিসি চত্বর ও রোকেয়া হলের মাঝামাঝি স্থানে এসে অবস্থান নেয়।

দুটি দলই আলাদা ব্যানারে, কিন্তু পাশাপাশি অবস্থান নিয়ে নিজ নিজ কর্মসূচি পালন করে। তবে এ সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিছিল ও সমাবেশ ছিল শান্তিপূর্ণ।

সেই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিশেষ করে, গত কয়েকদিন ধরেই ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি ও মন্তব্য দিয়ে আসছিলেন।
এমন প্রেক্ষাপটে আজকের কর্মসূচিতে সংঘাত নয়, বরং সহাবস্থান — অনেকেই এটিকে দেখছেন একটি ব্যতিক্রমী এবং ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন — ‘মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে একই সময়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা রাজনৈতিক পরিপক্কতার নিদর্শন।’

বিশ্লেষকরা বলছেন, দেশে বিরোধী রাজনীতির ওপর ক্রমবর্ধমান দমন-পীড়নের প্রেক্ষাপটে বিরোধী ছাত্রসংগঠনগুলোর মধ্যে এমন পরিস্থিতি ‘নতুন ধরনের বাস্তবতার ইঙ্গিত’ হতে পারে।

উল্লেখ্য, একইদিন গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতে এই প্রতিবাদ কর্মসূচিগুলো পালিত হয়।