সিবিএন ডেস্ক:
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে অবশেষে গোপালগঞ্জ ত্যাগ করেছেন অবরুদ্ধ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা।
বুধবার (১৬ জুলাই) বিকাল পাঁচটার পর গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এনসিপি নেতাদের বহরটি নিরাপদে যাত্রা শুরু করে। সেনাবাহিনী ও পুলিশের একাধিক গাড়ি ও সদস্য তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল। বহরটি ছিল প্রায় ১৫-১৬টি গাড়ির সমন্বয়ে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা বিকাল পাঁচটার পর গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যাই। আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ।”
এই বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ছিলেন।
এর আগে দুপুরে এনসিপির মাদারীপুরগামী গাড়িবহরের ওপর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও শারীরিক হামলার ঘটনা ঘটে, যাতে অন্তত কয়েকজন আহত হন। গোপালগঞ্জ জেলা কারাগার সংলগ্ন এলাকাতেও ছড়িয়ে পড়ে উত্তেজনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিকেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়।
উল্লেখ্য, এনসিপির নেতারা একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জে অবস্থান করছিলেন। কিন্তু সেখানে প্রবল বিরোধিতা ও হামলার মুখে তারা এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় তারা এলাকা ত্যাগ করেন।
📰 সাম্প্রতিক এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
🕊️ সকল পক্ষকে সহনশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ।
-ঢাকাটাইমস
