আব্দুস সালাম, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী পূর্ব মহেশখালিয়া পাড়া ও সাবরাংয়ের চান্দলীপাড়া বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ হাজার ৫০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা, একটি দেশীয় তৈরি বন্দুক এবং ৬টি গুলির খালি খোসা উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—ঢাকার সাভার উপজেলার শংকরপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৫২) ও একই উপজেলার আটি বাজার এলাকার মৃত এনায়েতের স্ত্রী রহিমা বেগম (৪৮)।
মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি জানান, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)–এর একটি চৌকস আভিযানিক দল হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পূর্ব মহেশখালিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় টমটম চালক সেলিম উদ্দিনের বসতঘর থেকে ৮ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় এবং ওই দুই নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
অন্যদিকে, একই রাতে র্যাব-১৫-এর আরেকটি আভিযানিক দল সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চান্দলীপাড়া বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ রাসেলের পান দোকানের উত্তরের একটি খালি জায়গা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ছয়টি গুলির খালি খোসা উদ্ধার করে।
র্যাবের প্রাথমিক ধারণা, এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই সন্ত্রাসীরা ওই অস্ত্র ও খোসা ফেলে রেখে যায়।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র, গুলির খালি খোসা, নগদ টাকা ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
