এম. মনছুর আলম, চকরিয়া :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র, অপপ্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর প্রপাগান্ডা এবং কিছু গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চকরিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌর শহরের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি জনতা টাওয়ার চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা টাওয়ার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, সহসভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, প্রচার সম্পাদক কাইসার হামিদ, সহ–স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রানা হামিদ, সহ–শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
