পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. নান্নু কাজীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত নান্নুসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, গত বুধবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে নির্মমভাবে খুন করা হয় সোহাগকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে ডেকে নিয়ে প্রথমে দোকানে হত্যা করা হয়, এরপর ঘটনাটিকে গণপিটুনি বলে চালাতে রাস্তার মাঝে এনে পাথর দিয়ে মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে তার শরীরের ওপর লাফিয়ে ওঠে হামলাকারীরা।
নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
