রামু সংবাদদাতা ;

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে টিপু মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত টিপু নরসিংদীর শিবপুর উপজেলার ব্রাজেরকান্দি এলাকার চাঁন মিয়ার ছেলে।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী বারাইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”