দেশজুড়ে সাম্প্রতিক সময়ে ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  তিনি অভিযোগ করেছেন, এই মব জাস্টিসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদের সরকার ও প্রশাসন প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (১২ জুলাই) রাতে গুলশান-২ এর হোটেল লেকশোরে ‘জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের’ সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান প্রশ্ন তোলেন, “যারা মব তৈরি করছে, তারা কেন গ্রেপ্তার হচ্ছে না? আমরা কি তাহলে ধরে নেবো যে, সরকার এবং প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় ছাড়া কেউ এই পরিস্থিতি সৃষ্টি করতে পারছে?”

তিনি আরও বলেন, “আমি আজ নয়, নয় মাস আগেই বলেছিলাম অদৃশ্য শত্রু রয়েছে। আজ তারা দৃশ্যমান হচ্ছে। যারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা আবার সক্রিয় হচ্ছে।”

পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গতকাল যে নির্মম ঘটনাটি ঘটেছে, আমরা স্ক্রিনে দেখেছি কীভাবে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সরকার কেন সেই খুনিকে গ্রেপ্তার করেনি?”

তারেক রহমান বলেন, “অন্যায় যেই করুক, বিএনপি তাকে সমর্থন করে না। সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। পুরনো ভূতের পাশাপাশি প্রশাসনের নতুন ভূতের ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে দেশ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।”

তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন, “তারা কেন এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? এসব প্রশ্নের জবাব আজ দেশের মানুষ জানতে চায়।”

এ সময় তিনি সকল রাজনৈতিক পক্ষকে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।