প্রেস বিজ্ঞপ্তি:

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি এক বিবৃতিতে উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উচ্চ শিক্ষা ও জীবনে সর্বাঙ্গীন উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, মাধ্যমিক শিক্ষায় কৃতিত্ব দেখানো আজকের এই কিশোররাই আগামী দিনে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। এখন থেকে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। একই সাথে যারা কৃতিত্ব দেখাতে পারেনি তাদের নতুন ভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।