আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এই তথ্য জানান। এতে আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন নির্বিঘ্ন করতে ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভোট গ্রহণের সময় ৮ লাখ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনার কথাও জানানো হয়। এছাড়া ১৮ থেকে ৩২ বছর বয়সি ভোটারদের জন্য আলাদা বুথ রাখার বিষয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন। এরপর থেকেই দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে আসছে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা উঠলেও সাম্প্রতিক নির্দেশনায় নির্বাচন সময়সূচি আরও এগিয়ে আসার ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
