আব্দুস সালাম, টেকনাফ;

টেকনাফে এক বসতঘরে অভিযান চালিয়ে ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ও ১ লাখ ১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রুজিনা আক্তার (৩৯) নামে এক নারীকে আটক করা হয়। অভিযানের সময় তার স্বামী সোনা মিয়া (৩৭) পালিয়ে যান।

বুধবার (৯ জুলাই) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক রুজিনা আক্তার ওই এলাকার ফরিদ আহমদের মেয়ে এবং পলাতক সোনা মিয়া মৃত আব্দুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে সাগরপথে আনা মাদকের একটি বড় চালান টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা করাচিপাড়া এলাকার একটি বসতবাড়িতে মজুদ করা হয়েছে।

এর ভিত্তিতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে কয়েকটি বিশেষ দল করাচিপাড়ায় অভিযান চালায়। অভিযানের সময় লেফটেন্যান্ট কমান্ডার সাদিক রাফির নেতৃত্বাধীন একটি দল সোনা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে এবং তার স্ত্রী রুজিনা আক্তারকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সোনা মিয়া পালিয়ে যান।

অধিনায়ক আশিকুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ আটক নারী এবং পলাতক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।