সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথভাবে পরিচালিত ‘ইউথ ইন ট্রানজিশন’ শীর্ষক এক জরিপে উঠে এসেছে বাংলাদেশের তরুণ ভোটারদের রাজনৈতিক রুচির গুরুত্বপূর্ণ চিত্র। জরিপে অংশ নেওয়া ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় দুই হাজার তরুণ-তরুণীর মধ্যে ৩৮.৭৬ শতাংশ বিএনপিকে ভোট দিতে চান বলে মতামত দিয়েছেন।

গতকাল সোমবার (৮ জুলাই) প্রকাশিত এই জরিপে দেশের আটটি বিভাগের গ্রামীণ ও শহরাঞ্চলের প্রতিনিধিত্ব রয়েছে। জরিপ অনুযায়ী তরুণ ভোটারদের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (২১.৪৫ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যাদের প্রতি সমর্থন জানিয়েছেন ১৫.৮৪ শতাংশ ভোটার।

ভোটে আগ্রহ, রাজনীতিতে অনাগ্রহ

জরিপে অংশ নেওয়া ৭৬.৭৮ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে চান। তবে এর বিপরীতে, ৮২.৭ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা রাজনীতিতে সরাসরি যুক্ত হতে চান না। এ বিষয়ে তারা প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক সহিংসতা ও রাজনীতিকদের নৈতিকতার অভাব

রাজনৈতিক ব্যবস্থার প্রতি অসন্তোষ

জরিপে অংশগ্রহণকারীরা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন—

  • দুর্নীতি

  • স্বজনপ্রীতি

  • শিক্ষা ব্যবস্থার দুর্বলতা

  • কর্মসংস্থানের সংকট

জরিপ পরিচালকদের মন্তব্য

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “এই জরিপের মাধ্যমে আমরা তরুণদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেতে চেয়েছি। জরিপের ফলাফল শুধু তরুণ অংশগ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। একে পুরো দেশের বা সকল বয়সী নাগরিকের চিত্র হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয়। তাই এই ফলাফল বিশ্লেষণে সতর্কতা অবলম্বন করা জরুরি।”

সূত্র:

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার, ৮ জুলাই ২০২৫।