নিজস্ব প্রতিবেদক
শহরের বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা নাছিমা আক্তার (৬০) তার দুই ছেলের বিরুদ্ধে মাদকাসক্তি, নির্যাতন, প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার (৭ জুলাই) সকালে তিনি কক্সবাজার সদর মডেল থানায় হাজির হয়ে এ অভিযোগ করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন আব্দুল ওয়াজেদ (৪০) ও ওয়াসিম মাহমুদ ওরফে অভি (৩০)। তারা দুজনেই শহরের জে.এন. প্লাজার মালিক আব্দুল জব্বারের ছেলে।
নাছিমা আক্তার জানান, তার দুই ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই নেশার টাকা দাবি করে। টাকা না দিলে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে, গালিগালাজ করে এবং পরিবারের সদস্যদের শারীরিকভাবে নির্যাতন করে। কখনো কখনো প্রাণনাশের হুমকিও দেয়।
সোমবার সকালে বার্মিজ মার্কেট এলাকার ব্যাংক এশিয়ার নিচে তারা পুনরায় টাকা দাবি করে। টাকা না পেয়ে তাকে মারধর করে এবং তার বড় ছেলে আব্দুল খালেককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে খালেকের দোকান তালা মেরে বন্ধ করে দেয় এবং প্রাণে হত্যার হুমকি দেয়।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত দুই ছেলে ফেসবুকে তার বড় ছেলে আব্দুল খালেককে নিয়ে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বলেন, “ভুক্তভোগী মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
