বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
কক্সবাজারে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে কক্সবাজারসহ পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা—এই চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। দীর্ঘসময় ধরে চলা বৃষ্টিতে জেলার টেকনাফসহ নয়টি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। শহরের সড়ক ও উপসড়কে পানি জমে যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগেও কয়েকদিন ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে উখিয়ায় টানা চারদিন ধরে বর্ষণ ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানিয়েছেন, দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
