গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করা হলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে।
রোববার (৬ জুলাই) রাজধানীতে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা সম্ভব। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে স্বাধীনতার পর থেকেই অস্থিরতা চলছে, কিন্তু ৫০ বছরেও তা নিরসন হয়নি। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন আসে। তাই আমাদের এমন কিছু ক্ষেত্রে জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলতে হবে যেখানে দল-মত নির্বিশেষে সবাই একমত হবে।”
নুরুল হক নুর বলেন, “পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরে না আসতে পারে, এ বিষয়ে সবাইকে স্পষ্ট অবস্থান নিতে হবে। নইলে তারা আবারও বিদেশি শক্তির সহযোগিতায় দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেবে।”