আব্দুস সালাম, টেকনাফ

“আমি নিজ হাতে গড়া উখিয়ার প্রথম বিএনপির কনভেনার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া মানুষ। তাই অন্যায়-অত্যাচারকে কখনোই প্রশ্রয় দেই না।”

শনিবার (৫ জুলাই) বিকেলে টেকনাফ হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত নতুন ভোটারদের মতবিনিময় সভায় এসব কথা বলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, “২৬ বছর বয়সে চেয়ারম্যান থাকাকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। আমি তাকে একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিলে তিনি মুচকি হেসেছিলেন। পরে জানতে পারি, দেশের বিভিন্ন অঞ্চলের অনেকেই একই প্রস্তাব দিয়েছেন। সেই প্রেক্ষিতেই জিয়াউর রহমান জনগণের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।”

জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে তিনি বলেন, “সাভারে ২৪ হাজার টাকার একটি প্লট বরাদ্দ পাওয়ার পর মাত্র ৪ হাজার টাকা জমা দিয়ে বাকিটা না পারায় তিনি সেই প্লট বাতিল করে দেন। এমন একজন মানুষের আদর্শে বিশ্বাসী হয়ে কেউ দুর্নীতিতে জড়াতে পারে না।”

শাহজাহান চৌধুরী অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে টেকনাফে ৩ শতাধিক মানুষকে বিচার না করেই গুলি করে হত্যা করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতের মাধ্যমে বিচার হওয়া উচিত ছিল। অথচ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব ছিলেন। বিএনপি আবার ক্ষমতায় এলে, ইনশাআল্লাহ, এই হত্যাকাণ্ডগুলোর জবাব অবশ্যই চাওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য থাকাকালীন সীমান্তে বৈধ ব্যবসার সুযোগ তৈরি করেছিলাম। আবারও সে সুযোগ উন্মুক্ত করার অঙ্গীকার করছি। বৈধ পথ থাকলে কেউ ইয়াবার মতো অবৈধ পথে যাবে না।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। কারণ আমরা সীমান্ত এলাকায় বাস করি। দেশের প্রয়োজনে যেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের পাশে দাঁড়াতে পারে তারা।”

তিনি ঘোষণা দেন, “উখিয়া-টেকনাফের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং দুটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ-তরুণী ভোটার, স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।