এম. মনছুর আলম, চকরিয়া ;

চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, পৌর যুবদলের সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জনপ্রিয় কাউন্সিলর এবং তরুণ সমাজসেবক শহিদুল ইসলাম ফোরকান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চকরিয়া পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চকরিয়া পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ এস এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফখরুদ্দীন ফরায়েজি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ সওদাগর, আক্তার ফারুক খোকন, মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, সহ-সভাপতি শেখ আহমদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম ওসমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান সরোয়ার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনু উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড উত্তর শাখার সভাপতি নুরুল আমিন, দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনোহর আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, কৃষকদলের আহ্বায়ক জালাল উদ্দিন ছুট্টু, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন, ফজল কাদের, ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামশেদ, সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন প্রমুখ।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহাম্মদ ইয়াহইয়া, যেখানে শহিদুল ইসলাম ফোরকানের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।