সিবিএন ডেস্ক
বহিষ্কারাদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। তবে আন্দোলনকারীরা রাজধানীর নতুনবাজার এলাকা ছাড়েননি।
আজ শনিবার (২০ জুন) সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে অবস্থান নেন, এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো—
১. বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে ফিরিয়ে নেওয়া ও ক্ষতিপূরণ প্রদান,
২. বহিষ্কারের ঘটনায় জড়িত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা,
৩. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন,
৪. বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিল,
৫. শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে, কিন্তু শিক্ষার্থীরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানায় এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
