সিবিএন ডেস্ক;
টেকসই অর্থনৈতিক সহযোগিতা না থাকলে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। এতে করে কক্সবাজারের বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুদের জরুরি মৌলিক শিক্ষার সুযোগ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইউনিসেফের লার্নিং সেন্টারগুলোতে কর্মরত ১ হাজার ১৭৯ জন স্থানীয় বাংলাদেশি শিক্ষক চাকরি হারানোর মুখে পড়েছেন।
রোববার (২ জুন) দুপুরে কক্সবাজারে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউনিসেফ কক্সবাজার অফিসের প্রধান এঞ্জেলা কার্নে।
তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউনিসেফ পরিচালিত কার্যক্রমের জন্য মানবিক সহায়তার তহবিল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে শরণার্থী শিবিরে ইউনিসেফের শিক্ষা কেন্দ্রে ভর্তি হওয়া স্কুলগামী শিশুদের ৮৩ শতাংশের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।
এঞ্জেলা কার্নে আরও বলেন, দ্রুত নতুন করে তহবিল পাওয়া গেলে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে ইউনিসেফের চট্টগ্রাম অফিস প্রধান মাধূরী ব্যানার্জি এবং কক্সবাজার অফিসের কমিউনিকেশন অফিসার আবিদ আজাদও উপস্থিত ছিলেন।
