রামু সংবাদদাতা:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের একটি পরিত্যক্ত পুকুর থেকে এক মানসিক প্রতিবন্ধী শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরে ঈদগড়ের পূর্ব রাজঘাট এলাকার জয়নাল মিস্ত্রীর বাড়ির পাশে অবস্থিত পুকুরটিতে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। পরে স্থানীয়দের সহায়তায় ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত শিশুর নাম মোহাম্মদ ইয়ামিন (১৪)। সে ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে। ইয়ামিনের বাবা জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন এবং গত দুই দিন ধরে নিখোঁজ ছিল।
ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
