দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে আবু সালমান প্রধানকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’-এর অন্যতম সক্রিয় সদস্য।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আবু সালমান প্রধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে আওয়ামী লীগ সরকার ও দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিলেন।

এছাড়াও, তিনি ‘জয় বাংলা জুম ব্রিগেড’-এর একজন সক্রিয় সদস্য এবং সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করতেন। তার এই কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখে এবং পরে অভিযান চালিয়ে আটক করে।