হ্যাপী করিম, মহেশখালী;

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে সশস্ত্র সন্ত্রাসীরা এক এনজিও কর্মীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শাপলাপুর জেএম ঘাট ঢালু এলাকায় এ ঘটনা ঘটে। এনজিওকর্মী মোহাম্মদ কাউছার শেখ মাঠপর্যায়ে ঋণের টাকা সংগ্রহ করে অফিসে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন।

গুলিবিদ্ধ কাউছার শেখের বাড়ি শেরপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে। তিনি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর শাপলাপুর শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত। স্থানীয়দের সহায়তায় তাকে বদরখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

রিকের চট্টগ্রাম জোনাল ম্যানেজার মোহাম্মদ হারুন জানান, প্রতিদিনের মতো ঋণের টাকা সংগ্রহ শেষে কাউছার শেখ অফিসে ফিরছিলেন। সন্ধ্যায় জেএম ঘাট ঢালু এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার গতিরোধ করে।

সন্ত্রাসীরা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, জেএম ঘাট ঢালুসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক অপরাধী চক্র সক্রিয়। সন্ধ্যার পর এসব চক্র ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আবদুল করিম বলেন, “সন্ধ্যার পরেই এখানে আতঙ্ক সৃষ্টি হয়। ছিনতাই-ডাকাতির ঘটনা নিয়মিত ঘটলেও প্রশাসনের তেমন তৎপরতা দেখা যায় না।”

স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”