আব্দুস সালাম, টেকনাফ;

টেকনাফে থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার বাজার এলাকায় সহকারী উপপরিদর্শক রিপন চৌধুরীর নেতৃত্বে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল।

ওই সময় বাজারের দক্ষিণ পাশে এক যুবক মোটরসাইকেল নিয়ে আসতে দেখলে পুলিশ তাকে থামানোর সংকেত দেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবকটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দ মোটরসাইকেলের নম্বর কক্সবাজার-(ল) ১১-২৫৭৯।

পরিদর্শক (তদন্ত) হিমেল রায় আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে আটকের জন্য অভিযান চলছে।