সংবাদ বিজ্ঞপ্তি:
মেডিসিন বিশেষজ্ঞদের ঐতিহ্যবাহী ও সর্বোচ্চ সংস্থা “বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন”এর নতুন সেন্ট্রাল ও ব্রাঞ্চ কমিটির অভিষেক অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুম সারাদিন মুখরিত ছিল মেডিসিন বিশেষজ্ঞদের পদচারণায়। সেই অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কক্সবাজার থেকে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সেক্রেটারি বিশিষ্ট চিকিৎসক এম ফরহাদ।

অধ্যাপক ডা এনামুল করিমের সভাপতিত্বে বৈজ্ঞানিক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিনের দিকপাল অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি। অনুষ্ঠানের শেষাংশে বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকি কোট পিন পরিয়ে সকল নেতৃবৃন্দকে বরণ করে নেন।
উল্লেখ্য, বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে চিকিৎসা সেবার আধুনিকায়ন ও নতুন নতুন গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে
মেডিসিন বিশেষজ্ঞদের ঐতিহ্যবাহী ও সর্বোচ্চ সংস্থা সোসাইটি অব মেডিসিন।
কোভিড ১৯ সহ জাতীয় দুর্যোগে সোসাইটি অব মেডিসিন উল্লেখযোগ্য ভূমিকা লক্ষনীয়।
কক্সবাজারের সুপরিচিত আয়কর আইনজীবি মরহুম মোহাম্মদ ইয়াহিয়ার সুযোগ্য সন্তান বিশিষ্ট চিকিৎসক এম ফরহাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কক্সবাজার মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।
তিনি কক্সবাজার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কক্সবাজার সরকারি কলেজ থেকে উচ্চ মাধমিক শিক্ষা লাভ করেন।
এম ফরহাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বিসিপিএস থেকে এমসিপিএস ডিগ্রী লাভ করে বিসিএস ২৫তম ব্যাচে সরকারি চাকুরিতে যোগদান করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রী নেন।
পিজি হাসপাতালে থাকাকালীন স্বনামধন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিসিন, হৃদরোগ কিডনী রোগ, ব্রেইন/স্নায়ু রোগ ও হরমোন রোগ চিকিৎসায় দক্ষতা অর্জন করেন এম ফরহাদ।
এছাড়াও বারডেম-এ কর্মরত অবস্থায় WHO এর উদ্যোগে ডায়াবেটিসে উচ্চতর ট্রেনিং নেন।
কক্সবাজার টিবি ক্লিনিক এ ভারপ্রাপ্ত কনসালটেন্ট এর দায়িত্ব পালন করেন ডা. এম ফরহাদ।
মেডিসিন বিশেষজ্ঞদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কক্সবাজার শাখার সেক্রেটারি হিসাবে অভিষেকের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এম ফরহাদ।
সেই সঙ্গে যথাযথ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন তিনি।