নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার অন্যতম বেসরকারি আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ইউনিয়ন হসপিটাল পিএলসির পরিচালনা পরিষদের ২৭ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের লাবনী পয়েন্টে একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় নির্বাহী পরিষদসহ বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্তের উপর আলোচনা ও অনুমোদন হয়। স্বাস্থ্য সেবা খাতে কক্সবাজারকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন পরিচালকবৃন্দ।
হসপিটালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ তাবারক হোসাইনের সভাপতিত্বে মাসিক সভায় এমডি মোহাম্মদ নুরুল হুদার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে পরিচালকদের সম্মতিক্রমে নতুন ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হন আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী।
এ সময় উপদেষ্টা রফিকুল হুদা চৌধুরী, এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, এডভোকেট সাকি-এ- কাউছার, কোম্পানির ভাইস চেয়ারম্যান নছরুল্লাহ, মো. জুনাইদ কাদের, ডিএমডি খোরশেদ আলম, বেলাল উদ্দিন, মোহাম্মদ শাহজাহানসহ হসপিটালের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
