সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাবর। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় দুবাই পৌঁছানোর আগেই বিমানে তার বুকে ব্যথা শুরু হয়। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

তার স্ত্রী ও দুই মেয়ে সৌদি আরবে চলে গেছেন, তবে ছেলে লাবিব বাবরের সঙ্গে রয়েছেন।

এর আগে, দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। কারামুক্তির তিন দিন পর ১৯ জানুয়ারি তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ কারাবাসের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।