বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মায়ের নাম মির্জা ফাতেমা আমিন।

মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে মির্জা শামারুহ ও মির্জা সাফারুহকে নিয়ে তার পরিবার। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে সিনিয়র সাইন্টিস্ট হিসেবে কাজ করেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন।

ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের শাখার সভাপতি এবং এসএম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন মির্জা ফখরুল। তিনি ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হন। বিএনপির রাজনীতিতে তার হাতেখড়ি তৃণমূল থেকে। ২০১৬ সালে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপির মহাসচিব নির্বাচিত হন।

গত বছরের জন্মদিনে কারাবন্দি ছিলেন মির্জা ফখরুল। তবে এ বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করবেন তিনি।

মির্জা ফখরুল ঠাকুরগাঁও আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও তার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে।