সিবিএন ডেস্ক

নতুন রাজনৈতিক দল গঠন হলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে এক্ষেত্রে রাষ্ট্র কিংবা প্রশাসনের সহযোগিতা নিলে তা হতাশাজনক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, এই প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাভাবিক হওয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি একথা জানান।

তারেক রহমান আরও জানান, স্বৈরাচারী শাসন মুক্তিযুদ্ধসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং নির্বাচন কমিশন ও দুদকের মতো প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার কিছু সাংবিধানিক সংস্কার উদ্যোগ নিলেও বিএনপি এতে মূলত ভিন্নমত পোষণ করছে না। তিনি বলেন, বিএনপি সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারেক রহমান সরকারের ব্যর্থতার জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করে বলেন, জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া অগ্রহণযোগ্য। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও সরকারকে পুরোপুরি ব্যর্থ হতে দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেউ যদি দল গঠন করে, সেটিকে বিএনপি সমর্থন করবে। তবে রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেওয়া অনাকাঙ্ক্ষিত। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে নেতৃত্ব দিতে আহ্বান জানান তিনি।

অন্তিমে, বিএনপির কার্যক্রম নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান এবং বৃহত্তর স্বার্থে সরকার ও জনগণ উভয় পক্ষের ধৈর্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।