বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। ১/১১ এর সরকার থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল।”
নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় জাতীয় নেতাদের একটি অংশ ক্যান্টনমেন্টে গোপন বৈঠকে ব্যস্ত ছিল। ছাত্র-জনতাকে বাদ দিয়ে সরকারের পরিকল্পনা করা হচ্ছিল।
নাহিদ ইসলাম জানান, অভ্যুত্থানের পর জাতীয় সরকারের প্রয়োজন থাকলেও বিএনপি সেই সময় এই প্রস্তাব গ্রহণ করেনি। তিনি দাবি করেন, জাতীয় সরকারের পরিবর্তে তারা নিজেদের স্বার্থে ১/১১ ধরনের সরকার চায়।
নাহিদ ইসলাম বলেন, “ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যা ১/১১-এর সরকার থেকে বর্তমান সরকারকে পৃথক করে।”
নাহিদ ইসলাম স্পষ্ট করেন, গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা মেনে নেবে না। তিনি বিএনপির দেশপ্রেমিক নেতাদের আহ্বান জানান ছাত্র-জনতার সাথে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে বিভাজিত করা সহজ। এ দেশের অনেক বড় ব্যক্তি অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত।”
বিএনপির দেশপ্রেমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ছাত্র-জনতার বিপক্ষে না গিয়ে বৃহত্তর ঐক্যের পথে হাঁটুন।”