সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা সংবাদপত্র হকার সমিতির আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভ্রবণ অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও কক্সবাজার জেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকের নেতৃত্বে চট্টগ্রাম ফয়েজলেকে তারা এ শীতকালীন আনন্দ ভ্রমণে যান। উক্ত আনন্দ ভ্রমনে তাদের আর্থিক ও সার্বিকভাবে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এসময় আনন্দ ভ্রমনে সংগঠনের সকল সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সভাপতি শহীদুল ইসলাম বলেন, আগামীতে সংগঠনের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে আরো সুন্দরভাবে আনন্দ ভ্রমণসহ সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যদের আন্তরিকতার সহিত কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাই আগামীতে যাতে আরো সুন্দরভাবে এ আনন্দ ভ্রমন করা যায়, এতে সকলের সহযোগিতা কামনা করেছেন। মনোরম পরিবেশে বিজয়ের এই দিনে শীতকালীন ভ্রমণ অনুষ্ঠিত হওয়ায় সংগঠনের সকল সদস্যদের মাঝে আনন্দ দেখা গিয়েছে।