সিবিএন ডেস্ক ;
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঢাকায় পুলিশ সেবক হিসেবে কাজ করতে চায়। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ৪৮/৭২ ঘণ্টা নয়, মাত্র ১-২ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে।
ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার (৯ ডিসেম্বর) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কমিশনার বলেন, “মামলা বা জিডি হওয়ায় সমস্যা নেই, তবে কোনো ঘটনাই লুকানো যাবে না। যে ঘটনায় মামলা হওয়ার কথা, সেটি মামলা হিসেবে নথিভুক্ত হবে। আর জিডি হওয়ার মতো ঘটনায় জিডিই করা হবে।”
নতুন পদক্ষেপের ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, “আগে জিডি হওয়ার পর ৪৮/৭২ ঘণ্টা অপেক্ষা করতে হতো, কিন্তু এখন তা আর হবে না। জিডি নথিভুক্ত হওয়ার ১-২ ঘণ্টার মধ্যেই পুলিশ অফিসার অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করবেন বা ঘটনাস্থলে যাবেন।”
ডিএমপি কমিশনার জানান, “আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে নতুন এই ব্যবস্থা চালু হবে। এ লক্ষ্যে নতুন লোক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ শেষে তাদের থানাগুলোতে নিয়োগ করা হবে।”
কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আমি একজন সেবক। আমার কাজ সেবা দেওয়া, ট্যাক্স বা রেভিনিউ সংগ্রহ করা নয়। সেবা দিতে রেসপন্স টাইম কমিয়ে আনতে চাই, যাতে অভিযোগকারীরা তাৎক্ষণিক পুলিশি সহায়তা পান।”
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনাররাও উপস্থিত ছিলেন, যেখানে পুলিশের কার্যক্রম দ্রুততর ও সেবামুখী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।