জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি;
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন—বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ (১০ ডিসেম্বর) সোমবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা।
লংমার্চ কর্মসূচির কারণ:
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, “বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ভারত মেনে নিতে পারেনি। তাই তারা বিভিন্ন প্রোপাগান্ডা ও আক্রমণ চালাচ্ছে। বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ভারত ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এজন্য আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে ত্রিপুরা রাজ্যের দিকে অভিমুখে আখাউড়া পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করছি।”
লংমার্চ কর্মসূচি সফল করতে তিন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।